প্রতিষ্ঠানের ইতিহাস

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন ২নং পাটলী ইউনিয়নের এরালিয়া বাজারের সন্নিকটে অবস্থিত এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়। বিগত ১৯৮০ সালে এরালিয়া বাজার এলাকার আশেপাশের প্রভাকরপুর, হামিদপুর, ইসলামপুর, সাচায়ানী, মোহাম্মদপুর, খাশিলা, রসুলপুর, গোরারগাঁও, মজিদপুর,বনগাঁও, আসামপুর ও কেশবপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের  প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও জমি দান এবং প্রবাসীদের আর্থিক অনুদানের ওপর নির্ভর করে গড়ে ওঠে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাকাল থেকে অত্র প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এ বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতিতে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীগণ আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে প্রতিষ্ঠানটির কাছে ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও বিদ্যালয়টির শিক্ষার উন্নয়নে  এলাকাবাসীর সার্বক্ষণিক সচেতনতা ও সহযোগিতা বিদ্যমান। ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়টি থেকে শিক্ষা সম্পন্ন করে অনেকে দেশে-বিদেশে সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষকগণকে বলা হয় মানুষ গড়ার কারিগর। চিরন্তন সত্য এই বাক্যটির যথাযথ প্রয়োগ করে চলেছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগণ। আর এ কারণে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট একটি প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হয়ে আসছে। শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সুনাম বজায় রেখে চলেছে। দৃষ্টিনন্দন এ প্রতিষ্ঠানটিতে রয়েছে চমৎকার একটি খেলার মাঠ, অডিটোরিয়াম, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, পুকুর ও বড় বড় বৃক্ষ। সবুজায়নে সদা তৎপর অত্র বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-এলাকাবাসী। আগামী দিনের শিক্ষার গুনগতমান ও অভিষ্ট লক্ষ্য অর্জনে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় ভূমিকা রাখবে।